স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালীবাড়ি পানি ট্যাংকি এলাকা থেকে প্রদীপ দাশ (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সদর থানার এসআই হারুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। সে হবিগঞ্জ শহরের হরিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com