এস এম খোকন ॥ বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ী ভোটারদের দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। তবে ব্যবসায়ীরা কাকে ভোট দেবেন সে বিষয়ে মূখ খুলছেন না। প্রায় ১শত বছর পূর্বে বাজার প্রতিষ্ঠা হলেও এবারই প্রথম গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেলো ব্যবসায়ীরা। বাজারের আনাচে কানাচে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। আগামীকাল ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। ৪টি বুথে মোট ৬২৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ৬টি পদে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রেজাউল মোহিত খাঁনকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সহ-সভাপতি পদে আব্দুল হান্নান আরজু মিয়া, বাবুল মিয়া, মোঃ আব্দুর রহমান ও সাবাজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোস্তুফা মিয়া, শেখ আবদাল হোসেন, মোঃ শামীম হাসান ও মোঃ ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মতিউর রহমান ও শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোবাশ্বির আহমদ, মস্তুফা মিয়া ও দিদারুল আলম, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে আজিজুর রহমান ও মোঃ মোশাহিদ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মুকিত, মোঃ মহসিন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সেতু মিয়া, মোঃ শুলীন আলী খান, মোঃ মাহির মিয়া, মোঃ ইমরান আহমদ, রনজিৎ দত্ত, মোঃ রবিউল আলম ও কামরুজ্জামান মিয়া। তম্মধ্যে সহ-সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ১জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১জন, কোষাধ্যক্ষ পদে ১জন, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে ১জন এবং সাধারণ সদস্য পদে ৩ জন বিজয়ী হবেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা ক্বাজী মাওলানা আতাউর রহমান, সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রেসক্লাব সদস্য আরিফুল রেজা নির্বাচন কমিশনের কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার বিপুল ভূষন রায়, কমিশনার ডাঃ এম এ জালাল, সুফতি আহাম্মদ আলী ও নারায়ন কর উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com