আব্দুর রশিদ তালুকদার ইকবালের শূন্য পদে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল্লাহ সর্দার, মোঃ আব্দুল মুকিত, জালাল উদ্দিন রুমি, আব্দুল ওয়াহেদ ও মোঃ আব্দুল মালেক মাদানী প্রমূখ। এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসের অফিস সহকারি মিজানুর রহমান। ২৭ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৫ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে। ২০ অক্টোবর নির্বাচনে ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহন করায় এ পদটি শূন্য ঘোষণা করা হয়। আব্দুর রশিদ তালুকদার ইকবাল বর্তমানে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com