স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও উপ-পরিচালক নুরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) তাকের মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী। অন্যান্যের মাঝে আরোও বক্তব্য রাখেন মোশাহিদ উদ্দিন তালুকদার, মাসুদ আহমেদ, নুরুল হুদা চৌধুরী, তোফাজ্জল হোসেন খান, মাসুক মিয়া। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আহাদ ও গীতা পাঠ করেন হরি শংকর দাশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com