স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই রোগী ও হাসপাতালের কর্মচারিদের মোবাইল ফোন ও স্বর্ণের চেইন চুরি কিংবা ছিনতাই হচ্ছে। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর এদেরকে সহযোগিতা করছে হাসপাতালের কতিপয় দালাল চক্র। গতকাল বুধবার দুপুরে জরুরি বিভাগের তিন নারী ইন্টার্নীর মোবাইল ফোন কে বা কারা নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় মোবাইল চুরি আতংক বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com