স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কের হিয়ালা নামক স্থানে সিএনজি অটোরিকশা চাপায় সুপ্রভা সরকার (৩৫) নামের এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সুপ্রভা বাড়ির পাশে জলাশয়ে শাপলা ফুল তুলে ফিরে আসার সময় হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com