মাধবপুরে পরিবহন সেক্টরের মালিক শ্রমিক ও লাইনম্যানদের প্রশিক্ষণ কর্মশালা
মাধবপুর প্রতিনিধি ॥ “সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি, আইন অমান্য করবো না জরিমানা দেব না” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে পরিবহন সেক্টরের মালিক, শ্রমিক ও লাইনম্যানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাধবপুর থানার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সিনিয়র সাংবাদিক মোঃ আইয়ুব খান, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সেক্রেটারী সাব্বির হাসান আকাশ, সাংবাদিক লিটন পাঠান, পরিবহন সেক্টরের মালিক বাদল, শ্রমিক নেতা হামিদ আলী, আব্দুল আউয়াল, লাইনম্যান মাতু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফারুক আল মামুন ভূঁইয়া বলেন, গাড়ি পার্কিং, যানজট নিরসন ও নিরাপদ রাস্তার স্বার্থে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে। এছাড়াও জরুরী কাগজপত্র, লাইসেন্স সাথে নিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি। অপ্রাপ্ত বয়স্ক কেউ যাতে গাড়ি না চালায় সেদিকে মালিকপক্ষকে সতর্ক থাকার আহবান জানান ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া।