স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সিনিয়র সহ-সভাপতি ও ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র নবীগঞ্জের দিনারপুরের আইনগাও নিবাসী ওমর ফারুক আনসারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোররাতে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ওমর ফারুক আনসারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট এম, এ, আজিজ। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন- ওমর ফারুক আনসারী একজন দানশীল, স্বজনপ্রিয় ব্যক্তিত্ব ও প্রবীন সমাজসেবক ছিলেন। বিবৃতিতে এম, এ, আজিজ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com