সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ছাদে ছাদ কৃষি ‘তরুকানন’ এর উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মঙ্গলবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সার্বিক পরিকল্পনায় এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ছাদ কৃষি ‘তরুকানন’ এর উদ্বোধন করা হয়।
ছাদ কৃষি ‘তরুকানন’ এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ছাদে প্রায় ২৬টি টবে বিভিন্ন জাতের কলমী চারা, ফল মিশরীয় ডুমুর-ত্বীন ফল, মিষ্টি জলপাই, ড্রাগন, মিষ্টি তেঁতুল, চাইনিজ কমলা, সফেদা, লিচু, বারোমাসি আম, জাম্বুরা, জারা লেবু, মাল্টা, আমড়া ইত্যাদি এবং সবজি জাতীয় গাছ রোপন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন- বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ছাদ কৃষি নবদিগন্ত উন্মোচন করবে।