স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৪টি গ্রাম নিয়ে গঠিত বার সমাজ কল্যাণ যুব সংঘের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ধল টংটং শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় সভা অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ মোঃ আব্দুল আজিজ। গীতা পাঠ করেন শংকর সেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নবনির্বাচিত ১৭৭ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মোহাম্মদ জিতু মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইলিয়াস, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, আব্দুল কাইয়ূম ও আব্দুল আওয়াল শুকুর, সহ-সাধারণ সম্পাদক কাজল আহমেদ, আওলাদ মিয়া ও কায়সার রহমান, সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক আব্দুস সালাম মাখন, নির্বাহী সদস্য সায়েদুজ্জামান জাহির, সহ-কৃষি সম্পাদক আব্দুল হক, সহ- দুর্নীতি প্রতিরোধ সম্পাদক আবদুল ওয়াহিদ লিলু, সহ-সমবায় বিষয়ক সম্পাদক দরছ মিয়া, মহিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, জালাল আহমেদ প্রমূখ। স্বাগত বক্তব্যে সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম সকলকে সংগঠনের আদর্শ উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। সভায় বার যুব সংঘের উদ্যোগে সংঘের আওতাভূক্ত প্রতিটি গ্রামে পৃথক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com