আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বপ্না বেগম (২৮) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্বপ্না বেগম পৌরসভার নগর গ্রামের কাশেম মিয়ার স্ত্রী।
স্বপ্নার পারিবারিক সুত্রে জানা যায়- শুক্রবার কাশেম মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোর বেলা ঘুম থেকে উঠে তারা স্বপ্নার লাশ ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখে শোর চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com