চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের নোয়বাদ গ্রাম থেকে ৮৫ ফুট চোরাই সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উপজেলার নোয়াবাদ গ্রামের আইন উল্লার ছেলে নাছির উদ্দিনের বাড়িতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় তার বাড়ি থেকে ৮৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। উদ্ধারকৃত চোরাই সেগুন কাঠগুলো চুনারুঘাট বন সংরক্ষণ অফিসে জব্দ করা হয়েছে। সেগুন কাঠগুলো কালেঙ্গা অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে চোরাই পথে নোয়বাদ গ্রামের নাছিরের বাড়িতে পাচারের জন্য সংরক্ষণ করা হচ্ছিল বলে এলাকার লোকজন দাবি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com