হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বাংলাদেশসহ আরও ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিয়ে মোট ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিল দেশটি। বৃহস্পতিবার মালয়েশিয়া এ নিষেধাজ্ঞা দিয়েছে। শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। নতুন করে যে ৯টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেই দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর। এ নিষেধাজ্ঞার ফলে যারা ছুটিতে বাংলাদেশে এসেছিলেন তাদের আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশে অপেক্ষা করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com