চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৩টি নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিকে প্রধানমন্ত্রীর অর্থ প্রণোদনা দেয়া হয়েছে। ৯৬ জন শিক্ষক ও কর্মচারিকে ৪ লাখ ৩৭ হাজার টাকা প্রদান করা হয়। অর্থ প্রদান উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক মহামারিতে শুধু ত্রাণ সামগ্রী নয়, নগদ অর্থ প্রণোদনা দিয়ে জনগণের কল্যাণে কাজ করছেন। যেকোন দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ সরকার সব সময় প্রস্তুত রয়েছে। অতীতে কোন সরকারই এভাবে জনগণের পাশে থাকতে সক্ষম হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন- শুধু নন-এমপিও ভুক্ত শিক্ষকরাই নন, কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী দিয়ে বর্তমান সরকার সহযোগিতা করছে। এ উপজেলায় ইতিমধ্যে মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে।