বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে দিতে তোড়জোড় চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের হানিফ মিয়ার নবম শ্রেণি পড়–য়া মেয়ের সাথে একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের এক যুবকের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। ধার্য্যকৃত বিয়ের দিন আজ রবিবার। বিষয়টি জেনে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বাল্য বিয়ে বন্ধ, শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকে এমন একটি সংগঠন ইয়ং চ্যাম্পিয়ান টোট কোর্সের পক্ষে একটি অভিযোগ দিয়েছেন হামজা মিয়া নামের জনৈক ব্যক্তি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হামজা মিয়া জানান- আমরা চাই বাল্য বিয়ে, শিশু শ্রম, শিশু নির্যাতন বন্ধ হোক।
এ ব্যাপারে কাগাপাশা একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চকদার জানান- যার বিয়ের আয়োজন করা হচ্ছে সে মেয়ে আমার স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিভাবকদের অসচেতনতার কারণে এমনটি হচ্ছে। এরকম বাল্য বিয়ে মেনে নেয়া ঠিক হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান- অভিযোগের বিষয়ে অবগত হয়ে বিষয়টি দেখার জন্য আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com