চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, স্ট্রোক, প্যারালাইজড, হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে মোট ৪৮ জন রোগীর মাঝে আর্থিক এ সহায়তার চেক প্রদান করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com