স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানা এবং দোকানের সামনে মালামাল রেখে প্রতিবন্ধতা সৃষ্টি করার অপরাধে ১৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাধবপুর বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরা, শোক দিবসে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করা এবং দোকানের সামনে মালামাল রেখে প্রতিবন্ধতা সৃষ্টি করার অপরাধে ১৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেন। এসময় থানার এস.আই আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com