এস এম খোকন ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আনু মিয়া (৩৩) নামে ওয়ারেন্টভূক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে। সে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের মোজাফ্ফর মিয়ার পুত্র। ২ সেপ্টেম্বর ভোর রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস ছত্তার সঙ্গীয় ফোর্সসহ বাহুবল মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। ডাকাত আনুকে গ্রেফতারের পর এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, একাধিক ডাকাতি মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম এর নির্দেশনায় জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com