নুর উদ্দিন সুমন ॥ জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের কাজিরখিল বাজারে দখলবাজরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে তুলেছে দোকানপাট। এলাকাবাসী ও সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খোয়াই নদী ঘেষা ঘরগাঁও মৌজার কাজিরখিল বাজারে পানি উন্নয়ন বোর্ডের ঘরগাও কাজিরখিল বাজার উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দুই পাশ পুরোটাই দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। পানি উন্নয়ন বোর্ডের এ জায়গায় ছোট-বড় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরেজমিন দেখা গেছে অধিকাংশ দখলবাজরা জায়গা দখল করে দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন আর কিছু দোকানপাট তাদের নিজেদের দখলে নিয়ে অবৈধভাবে ব্যবসা করছেন। ব্যবসায়ীরা অবৈধভাবে দখলের কথা স্বীকার করলেও তারা অফিসিয়াল আপত্তি নোটিশ না পেলে দখলমুক্ত করবেন না বলে জানা গেছে। অবৈধ দখলদাররা বলেন, আমরা অফিসে কথা বলে দোকান করেছি। এতে কেউ বাধা দেয়নি। আমরাতো অল্প জায়গা নিয়ে ঘর করেছি। অন্য জায়গায় অন্যরা বেশি নিয়ে করেছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, অচিরেই অবৈধ দখলদারদের তালিকা করে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।