স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে জেসমিন আক্তার (২২) নামের এক যুবতী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সে ওই গ্রামের মৃত বাবর আলীর কন্যা।
জানা যায়, একই গ্রামের আছকির মিয়ার পুত্র জুনু মিয়ার সাথে ২ বছর আগে তার বিয়ে হয়। এরপর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে জেসমিন ঘুমিয়ে পড়ে। সকালে তার লাশ ঘরের তীরের সাথে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে এসআই জানান, ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com