ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি.আর দত্ত) বীরউত্তমের মহাপ্রয়ানে শ্রীশ্রী কালীবাড়ি কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরীর আহবানে প্রার্থনা সভার আয়োজন করা হয়। গতকাল রাত সাড়ে ৮টায় শ্রীশ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত প্রার্থনা সভা পরিচালনা করেন লিটন ভট্টাচার্য। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রার্থনা কার্যক্রম শুরু হয়। প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক বিশ^জিত বণিক, পৌর শাখার সভাপতি পার্থ প্রতিম দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদক প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com