এসএম সুরুজ আলী ॥ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলেও সাংবিধানিক নিয়ম মেনে আগামী বছর মার্চের ৩য় সপ্তহের আগেই ১ম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে ৬ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় ওই বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই হিসাব অনুযায়ী, আগামী বছরের মার্চে যেসব ইউনিয়ন পরিষদের পাঁচ বছর মেয়াদ হবে, সেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করতে হবে এ বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে। আর যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ আগামী বছরের জুনের প্রথম দিকে শেষ হবে, সেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে হবে এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের মে মাসের মধ্যে। ২০১৬ সালের ৩১ মার্চ ২য় দফায় হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চল বলে খ্যাত আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ হিসেবে এ বছর হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন ২য় দফায় সম্পন্ন হবে। নির্বাচনের সুবিধার স্বার্থে ১ম দফায় এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে গতকাল দৈনিক হবিগঞ্জের মুখের এ প্রতিনিধি হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে নির্বাচন অফিস সূত্র জানায়, এ বছর হবিগঞ্জের কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না। ২টি ইউনিয়ন ব্যতিত হবিগঞ্জের ৭৯টি ইউনিয়নের মধ্যে ৭৭টি ইউনিয়নের নির্বাচন ২০২১ সালে সম্পন্ন করা হবে। এবারও জেলার সর্বপ্রথম আজমিরীগঞ্জ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলার সকল ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যানার পোস্টার লিফলেট বিতরণের মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রার্থীরা নিজ নিজ ইউনিয়নে সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ মার্চ আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। আর একই বছরের ২৩ এপ্রিল বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। ২৮ মে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নসহ মাধবপুর লাখাই ও নবীগঞ্জ উপজেলার ৩১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়।