মঈন উদ্দিন আহমেদ ॥ এক ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে হবিগঞ্জ শহরে কিছু পথশিশু। বিষয়টি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের।
গত ৩/৪ দিন পূর্বে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের গেইটের পাশে এক নিরিবিলি স্থানে সিড়ির উপর বসে অল্পবয়সী কয়েক শিশুকে কিছু একটা করতে দেখা যায়। যাদের মধ্যে ছেলে মেয়ে উভয়েই রয়েছে। বিষয়টি নজরে এলে দূরদৃষ্টি ফেলে দেখা যায় ওই শিশুরা ছোট টিনের কৌটা থেকে আঠালো তরল জাতীয় কিছু একটা পলিথিন কাগজে ঢেলে নিচ্ছে। পরে তারা সেই পলিথিনটি মুঠোর ভেতরে নিয়ে একে একে সকলেই মুখের ভেতর পলিথিনের খোলা অংশ ধরে কি যেন টেনে নিচ্ছে। সাথে সাথে বিষয়টি স্থানীয় একজন সাংবাদিককে অবগত করে তাদের ছবি তুলতে বললে সে জানায় ওই শিশুরা নেশা করছে। কৌটার তরল পদার্থটি হচ্ছে রিক্সা ও সাইকেলের টিউব মেরামত করার আঠা। ওই আঠা তারা পলিথিনে ঢেলে পলিথিনের খোলা মুখ তাদের মুখের ভেতরে নিয়ে তারা ওই আঠা থেকে বের হওয়া তীব্র ঝাঝালো গন্ধ ভেতরে টেনে নেয়। এর মাধ্যমে তারা এক ধরণের নেশাগ্রস্থ হয়। আর নেশার টাকা তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হাত পেতে সংগ্রহ করে থাকে। টাকা না পেলে প্রয়োজনে তারা চুরিও করে থাকে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com