বিশ্ব মহামারী কভিড-১৯ সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের জনসাধারণের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব বিস্তার করেছে। এ কঠিন সময়ে শেভরন তার প্রতিবেশী কমিউনিটির পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে একাধিক ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত শেভরন তার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকা, নবিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অধিবাসীদের মাঝে ৫ হাজার ৫শ’ প্যকেট ত্রাণ সামগ্রী বিতরন করে। বিতরণকৃত প্যাকেজে প্রয়োজনীয় মুদি সামগ্রী যেমন চাল, ডাল, আলু, রান্নার তেল, গায়েমাখা ও কাপড় ধোয়া সাবান ছিল। উক্ত ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবিগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং নবিগঞ্জ উপজেলা নির্বাহী আফসার বিশ্বজিৎ কুমার পাল। ইতোপূর্বে, সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে একটি আনুষ্ঠানিক ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে শেভরনের জালালাবাদ গ্যাস ফিল্ড সংশ্লিষ্ট দুটি ওয়াডের্র অধিবাসীদের মাঝে ৩ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের চীফ মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম। একই কর্মসূচির আওতায় ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ পরিচালিত ’কুসুম কলি’ নামক নয়টি স্লাম স্কুলে অধ্যয়নরত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও ৩শ’ প্যাকেট বিতরণ করা হয়। উক্ত ইভেন্টে শেভরন বাংলাদেশ এর কর্পোরেট এফেয়ার্স বিভাগের পরিচালক ইসমাইল চৌধুরী ঢাকা লেডিজ ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়েজুন্নেসা মুনার কাছে উক্ত প্যাকেটগুলো হস্তান্তর করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com