স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে অঙ্খ রাণী সূত্রধর নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাহুবল থানা পুলিশ ওই গ্রামের একটি জাম্বুরা গাছ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় পারিবারিক কলহের জের ধরে অঙ্খ রাণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের কান্তা সূত্রধরের স্ত্রী। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com