![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/Alauddin-Roni-CIDDUKUR-RAHMAN.jpeg)
মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর করোনা ভাইরাসের কোন লক্ষণ তার মাঝে না থাকায় তিনি ও তার পরিবার সুস্থ আছেন। তিনি গত ১৬ মার্চ স্কটল্যান্ড থেকে দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি হোম কোয়ারেন্টিনে থাকেন। গতকাল সোমবার হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়। তিনি বলেন, হোম কোয়ারেন্টিনে থাকাকালীন তার এবং তার পরিবারের কারও কোনো সমস্যা হয়নি। গত ১৬ মার্চ ইউনিভার্সিটি অব ওয়েস্ট স্কটল্যান্ড করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করায় তিনি ঐদিনই বাংলাদেশে চলে আসেন। স্টাডি শেষ না হওয়ায় তিনি বাড়ী থেকেই অনলাইনে স্টাডি সম্পন্ন করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ১ মে মাধবপুরে স্বপদে যোগদান করার কথা রয়েছে। গত বছরের এপ্রিল উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপে তিনি যুক্তরাজ্যে গমন করেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়েস্ট স্কটল্যান্ড এ উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন।