![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/Alauddin-Roni-Madhabpur-picuno-29.3.2020.jpg)
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সায়হাম গ্রুপের সৌজন্যে র্মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সায়হাম গ্রুপের জি.এম প্রকৌশলী রেজাউল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের কাছে ১০ হাজার পিস এবং থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের কাছে ২ হাজার পিস র্মাস্ক তুলে দেন। এ সময় সায়হাম নীট কম্পজিটের ডি.জি এম মাসুদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সায়হাম গ্রুপের এম.ডি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন দেশের যে কোন দূর্যোগকালে সায়হাম পরিবার জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com