চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে আবদ্ধ গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। গতকাল রবিবার উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ৫০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার তৈল, ১ কেজি লবন ও সাবান বিতরণ করা হয়। এর আগে শনিবার বিকেলে খাবার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান, সহকারি কমিশনার মিল্টন পাল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, উপজেলায় নি¤œ আয়ের এবং অসহায় ও দরিদ্র পরিবারের ১১শ’ জনের তালিকা করা হয়েছে। তাদের মধ্যে ৫শ’ পরিবারকে চাল ডাল, তেল, লবন, পেয়াজ ইত্যাদি দেওয়া হয়েছে। বাকী ৫শ’ পরিবারে শুধমাত্র ১০ কেজি চাল দেওয়া হচ্ছে।