হবিগঞ্জ সদর উপজেলার আছিপুর গ্রামে আলোর অঙ্গিকার একতা সংস্থার উদ্যোগে গ্রামের মানুষের জন্য শিরণীর আয়োজন করা হয়। সাবির্ক সহযোগিতায় ছিল তাসনুভা শামীম ফাউন্ডেশনের পক্ষ থেকে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল। আছিপুর গ্রামের ৫০ জন তরুণের এই সংগঠনটি গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) এর এই কঠিন সময়ে। মহতি এই উদ্যোকে সংগঠনের সাথে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আয়ারল্যান্ড প্রবাসী মোঃ সাগর আহমেদ শামীম। পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই সংগঠনটিকে সব সময় সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের প্রতিটি গ্রামে এমন যুবকদের সেবামূলক সংগঠন গড়ে তুলতে পারলে যুবকদের যেমন একদিকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখা যাবে তেমনি তাদের সামাজিক কাজে ব্যস্ত রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উপকার হবে। কারণ এই যুব সমাজই আগামী দিনের বাংলাদেশ। এই যুব সমাজকে সমাজের আর্ত-মানবতার কাজে লাগাতে পারলে আমরা এই যুব সমাজের কাছ থেকে ভাল কিছু আশা করতে পারব। তাই আসুন আমরা এক সাথে মিলে আমাদের নিজ নিজ এলাকার যুবকদের সামাজিক মানবতার কাজে উদ্বুদ্ধ করি এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াই।