হবিগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ২৯ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ে স্পন্দন জাগায়। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া এবং সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কারণ এগুলো আমাদের রাষ্ট্রের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই জায়গায় আমাদের কোন কমপ্রোমাইজ করা চলবে না। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ বিভাগ। প্রাথমিক বিভাগে জেলার ৮টি উপজেলা, মাধ্যমিক বিভাগে ৯টি উপজেলা ও কলেজ বিভাগে ৭টি উপজেলা দল অংশগ্রহণ করে। এতে প্রাথমিক বিভাগে ১ম হয় নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিভাগে ১ম হয় শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমী এন্ড হাই স্কুল এবং কলেজে বিভাগে ১ম হয় মাধবপুর উপজেলার মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন আবুল ফজল, আবু মোতালেব খান লেবু, সিদ্ধার্থ বিশ্বাস ও সরুজ কান্তি দাশ।