নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা আয়োজিত ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা এবার ১ দিন বর্ধিত করায় বৃহস্পতিবার ৪র্থ দিন বিকালে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর বসে। কবিতা পাঠের আসরে পুরো মেলা মাতিয়ে তোলেন স্থানীয় কবি লেখকগণ। তাদের স্বরচিত কবিতা পাঠে অমর একুশে বইমেলায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। বইমেলা উপ-প্রকাশনা কমিটির আহ্বায়ক কবি আফতাব আল মাহমুদের সভাপতিত্বে এবং কবি আশিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গীতিকবি কুতুব আফতাব, বইমেলা কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কবি আবু তাহের চৌধুরী, কবি কাজী এম হাসান আলী, কবি মাওঃ আব্দুর রকিব হক্কানী, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, কবি মাওঃ ইব্রাহিম ইউছুপ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি মাওঃ মুস্তাকিম বিল্লা, সঞ্জয় কুমার ধাম, নয়ন দাশ প্রমূখ। এবারের মেলায় সেরা স্টল নির্বাচিত হয় রিলেশন টু পিপল (বায়ান্ন) ১ম, এক মুঠো হাসি ২য় ও আল হেরা বই ঘর ৩য়। পরে অতিথিবৃন্দ সেরা স্টলদাতা এবং অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের ১৫ জন লেখকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
পৌর মেয়র ছাবির চৌধুরী বলেন, আগামীতে তিনি নির্বাচিত হন বা না হন উক্ত বইমেলা আব্যাহত থাকবে এবং তিনি একজন সমাজকর্মী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম উক্ত মেলা সফল করার জন্য মেলার উপ-কমিটির সকল সদস্য, কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে যেন ওই মেলার কার্যক্রম অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।