স্টাফ রিপোর্টার ॥ হেল্প ট্রাস্ট এর উদ্যোগে গতকাল নবীগঞ্জের ঘোনাপাড়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেল্প ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী মোফাজ্জল চৌধুরী ইমরান। বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির মিয়া মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, সমাজ সেবক শাহজাহান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী হেলাল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাস, ফারুক মিয়া, ঘোণাপাড়া গ্রামের মুরুব্বি জমরু মিয়া ও আবু তাহের চৌধুরী।
সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, সুদূর ইংল্যান্ডে বসবাস করলেও মোফাজ্জল চৌধুরী ইমরান শীতার্ত মানুষের সহযোগিতা করতে দেশে ছুটে এসেছেন। তিনি দেশে বিদেশে অবস্থানরত বিত্তবানদের গরীব অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com