স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতাসহ ২ পাচারকারিকে আটক করেছে সিআইডি পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। শুক্রবার বিকেল ৩টায় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মাহবুবুর রহমান, ওসি আব্দুর রাজ্জাকসহ একদল পুলিশ উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের কাছ থেকে দুটি পিকআপ (নং- ঢাকা মেট্টো ন-১১-৩৮৯৯ ও ন ১১-২৬৬৮) এবং পিকআপের দুই চালককে আটক করে। আটককৃতরা হল উপজেলার কালীসিড়ি গ্রামের আলী হোসেনের পুত্র তাহির মিয়া (৩০) ও দক্ষিণ দেওরগাছ এলাকার রমিজ আলীর পুত্র রতন মিয়া (২০)। এ সময় আটক পিকআপ ভ্যানে থাকা ৩ হাজার ৯১৩ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা ভারত থেকে চোরাই পথে লাখ লাখ টাকার চা পাতা এনে আমতলী এলাকার জনৈক সুমন মিয়ার মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। ঘটনার পর সুমন পালিয়ে গেছে। এ ঘটনায় ওসি আব্দুর রাজ্জাক বাদী হয়ে রতন, তাহের ও সুমনসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com