চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বিশগাঁও মনিপুরী সাহিত্য সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন চিন্তার মেলা। গাজীপুর ইউনিয়নের বিশগাঁও প্রকাশ আবাদ গ্রামে সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করবেন ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান। উদ্বোধনী সভায় ভারতের মনিপুর থেকে আগত অতিথিরা অংশ নিবেন। বিকেলে দ্বিতীয় অধিবেশনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারি হাই কমিশনের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমুর্তি। কামিনী কুমার সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি সিংহ, উপসচিব স্দ্বীপ নীলমনি সিংহ, পুলিশ সুপার বিভুতি ভুষন ব্যানার্জী, ভারতের মুনিপুর থেকে আগত মনিপুর লেজিসলেটিভ এসেম্বলী সেক্রেটারিয়েটের ডেপুটি ডিরেক্টর লাম্বময়ূম বিমল সিংহ, বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট এস সি সিংহ। সভায় দেশের নাট্য, শিক্ষা, সাহিত, মৃদঙ্গ ও চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ৫ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। এতে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, মনিপুর লেজিসলেটিভ এসেম্বলী সেক্রেটারিয়েটের সেক্রেটারি মুতুম রমনী দেব, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, স্গংীত ও নৃত্যানুষ্ঠান, মুনিপুরী মিউজিক্যাল কনসার্ট। এতে ভারতের ভারতের মুনিপুর থেকে আগত একটি সাংস্কৃতিক দল ও সিলেট থেকে আগত মুনিপুরী সাংস্কৃতিক দল অংশ নিবে।