
জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচালিত হয়েছে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার বিকেলে থানার মোড়, টাউন মডেল পুকুর পাড় ও শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্যরা। অভিযানে প্রায় ৬০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে এবং ফুটপাতসহ রাস্তাঘাটে চলাচল নিবিঘœ করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com