স্টাফ রিপোর্টার ॥ কদমতলী উত্তরণ পরিষদ। আর্তমানবতার কল্যাণে সৌহার্দ্যের বন্ধনে স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি। হাটি হাটি পা পা করে ৮ বছর অতিক্রম করেছে। মূল প্রতিপাদ্যর উপর নির্ভর করে তারা হতদরিদ্র পরিবারের মাঝে প্রত্যেক ঈদে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ এবং শীতে শীতবস্ত্র বিতরণ, মাহে রমজান মাসে গ্রামবাসীর সম্মানার্থে ইফতার মাহফিল, খেলাধুলার আয়োজন, শিক্ষা উপকরণ বিতরণ, মসজিদ মাদ্রাসায় উপযোগিতা অনুসারে অংশগ্রহণ, দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত ৩ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সদস্য, উপদেষ্টা মন্ডলী, কার্যকরী উপদেষ্টা মন্ডলী ও সাধারণ সদস্যদের নিয়ে জাফলং এ আনন্দ ভ্রমণ ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে জাহেদুল ইসলাম জাহেদকে সভাপতি, আব্দুল মুবিন শুভকে সাধারণ সম্পাদক, মোঃ আবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক (প্রতিষ্ঠাতা সদস্য) মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন- উসমান আলী, মোঃ হারুন, হাফেজ বাবুল আহমেদ, ফখরুদ্দিন নোমান, উজ্জল আহমেদ, ফয়সল আহমেদ, প্রভাষক রিয়াদ হাসান জালাল। উল্লেখিত কমিটি অনুমোদন করেন সংগঠনের অন্তর্বর্তীকালিন আহ্বায়ক হুমায়ূন কাউছার ও সদস্য সচিব জামিল আহমেদ জীবন। ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালনকারী বিদায়ী সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফ খান জয়।