স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে রাফী ইকবাল দিহান নামে এক প্রতিবন্ধী শিশুর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত রাফী ইকবাল দিহানকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গেরগাঁও গ্রামের ব্যবসায়ী এ.জেড.এম ইকবাল আউয়াল এর প্রতিবন্ধী ছেলে রাফী ইকবাল দিহান বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাড়ি থেকে রাগ করে পার্শ¦বর্তী গোপায়া গ্রামের কদর হোসেন এর বাড়ির কাছে গিয়ে তাদের টিনের বেড়ায় ধাক্কা দেয়। এতে কদর হোসেন ও তার ছেলে সাদ্দাম হোসেন উত্তেজিত হয়ে রাফীর উপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পিতা-পুত্রের কবল থেকে রাফীকে উদ্ধার করেন। পরে আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয়।