মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে গ্রেফতারকৃত ফয়েজ
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি ফয়েজ মিয়াকে (৩০) ফেনীর দাগনভূইয়া এলাকা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব। গ্রেফতারকৃত ফয়েজ মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শেট্টিয়ারপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‌্যাব-৭ যৌথ আভিযানিক দল ফেনীর দাগন ভূইয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব সূত্রে জানা যায়, ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের জনৈক যুবতী স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২৬ সেপ্টেম্বর মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে অভিমান করে ওই যুবতী বাড়ি থেকে এক্তিয়ারপুর বাজারে চলে যায়। সেখানে গ্রামের সম্পর্কে এক চাচার সাথে দেখা হলে ওই চাচা তাকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে দেখা হয় একই এলাকার ফয়েজ মিয়ার সাথে। ওই চাচা মেয়েটিকে ফয়েজ মিয়ার জিম্মায় বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। দু’জনে কিছুদূর যাওয়ার পর ফয়েজ মিয়া ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে জোরপূর্বক জনৈক মহিবুল ইসলামের পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। রাত প্রায় সাড়ে ১২টার দিকে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরে মেয়েটি বাদী হয়ে মাাধবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে।