শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালের শায়েস্তাগঞ্জ শাখার আয়োজনে ওয়ার্কশপ এলাকায় র‌্যালী শেষে সাফওয়ান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ শাখার পেক ইনচার্জ বিদ্যুৎ কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, যুবদল নেতা সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আহাদ, যুগ্ম-আহ্বায়ক আবু নাসের পারভেজ, ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুস সালাম প্রমূখ।