স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে উগান্ডার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এর মাঝে উগান্ডায় অবস্থিত ইকুয়েডরটি দেখতে যান তিনি। এই ইকুয়েডরটি বিশ্বের দু’টি ইকুয়েডরের একটি। যেখানে বাতাস এসে তার গতিপথ পরিবর্তন করে। এছাড়া গতকাল শুক্রবার তিনি সিপিএ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে এমপি আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দল সেখানকার শিশু শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনায় অংশ নেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপি আবু জাহির ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব আ.ই.ম. গোলাম কিবরিয়া, উপ সচিব মোঃ এনামুল হক, সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ ও জাতীয় সংসদের স্পীকারের একান্ত সহকারী মোঃ তৌফিক ই-লাহী-চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com