স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য আলজার মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলজার মিয়া পূর্ব বুল্লা গ্রামের মাজু মিয়া ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মনতৈল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আলজার মিয়াকে গ্রেফতার করে। ডাকাত আলজার গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আলজার মিয়া দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তার নামে লাখাই থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। প্রত্যেকের নিজ নিজ এলাকার ডাকাতদের সঠিক তথ্য প্রদান করার জন্য তিনি আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com