রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। শিক্ষা প্রকৌশলীর বাস্তবায়নাধীন বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঈদগা বাজার সংলগ্ন বানিয়াচং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং ৪তলা ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। শুক্রবার বিকাল সাড়ে চারটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষন রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তজম্মুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ দেব, আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটার্জি, ঠিকাদার এমদাদুল হাসান শাহিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল মজিদ খান
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com