নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে হাওরে মাছ ধরতে গিয়ে ফয়ছল মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে। নিহত ফয়ছল মিয়া ওই গ্রামের সাবআলী ওরপে ছাও মিয়ার পুত্র।
সূত্র জানায়, শুক্রবার সকালে গুমগুমিয়া গ্রামের বিশাগালির পাড় নামক বিলে মাছ ধরতে যায় ফয়ছল মিয়া। দুপুরে স্থানীয় লোকজন হাওরপাড়ে ফয়ছলের লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান- ফয়ছল মৃগী রোগে আক্রান্ত ছিল। গ্রামের লোকজনের ধারণা মৃগী রোগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ফয়ছল মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com