প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুবকের অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে কানাডা নেয়ার নামে ভূয়া কাগজপত্র দিয়ে ৯ লাখ ১০ হাজার টাকাআত্মসাতের অভিযোগে উঠেছে এক প্রাইমারী স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। পাশাপাশি জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে। গতকাল রবিাবর দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সদর উপজেলার রিচি গ্রামের মস্তু মিয়ার ছেলে ফয়সল মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের জুন মাসে তার আত্মীয় বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষিকা রিনা আক্তার এর সাথে ১৬ লাখ টাকায় মৌখিক চুক্তি হয় তাকে স্বপ্নের দেশ কানাডায় নিয়ে যাওয়ার জন্য। চুক্তির সময়ে রিনা আক্তার জানান, ৬ মাসের মধ্যেই আমাকে কানাডা নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। চুক্তির কয়েদিন পর তাকে কিছু জাল কাগজপত্র দেখিয়ে কয়েক ধাপে নগদ, ব্যাংক ও বিকাশের মাধ্যমে ৯ লাখ ১০ হাজার টাকা অগ্রিম নেন। এত টাকা দেয়ার পরও তাকে কানাডা নেয়ার ব্যাপানো কোন অগ্রগতি না দেখতে পারায় তিনি হতাশ হয়ে যান।
পরে রিনা আক্তারকে কানাডা নিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ব্যবস্থা হচ্ছে-হবে বলে সময় জ্ঞাপন করেন। এক পর্যায়ে নানা টালবাহানা শুরু করেন। পরে তিনি বুঝতে পারেন ৯ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের পায়াতারা করছেন রিনা আক্তার।
এ ঘটনায় ভূক্তভোগী কোন ধরনের উপায় না পেয়ে ২০২৪ সালের ২৩ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট রিনা আক্তারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে জেলা শিক্ষা অফিসার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। এরপর চলতি বছরের ২৭ এপ্রিল বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কবিরুল ইসলাম টাকা নেয়ার বিষয়ে সত্যতা পেয়েছেন মর্মে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম তার অধিনস্ত শিক্ষিকা রিনা আক্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তার পক্ষে সাফাই গেয়ে বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিবেদনকে অবজ্ঞা করে অপর একটি প্রতিবেদন দাখিল করেন যা রিনা আক্তারকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।
তিনি অভিযোগ করেন, ‘আমি বিশ্বাস করি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কোন ধরনের প্রলোভনের বিনিময়ে এ ধরনের ভূয়া ও মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন।’ এ বিষয়ে রিনা আক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের নিকট দাবী জানান। সংবাদ সম্মেলনে তার বাবাসহ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।