
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক সৈয়দ আহাম্মদ আলী শামীমের মা রঙিলা খাতুন তালুকদার ও হবিগঞ্জ সমাচারের বার্তা সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর পিতা ছানাউর রহমান চৌধুরীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাবে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সহ-সভাপতি টিপু চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ওয়াহেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, সাংবাদিক জুয়েল চৌধুরী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, আরটিভির জেলা প্রতিনিধি সহিবুর রহমান, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল আহমেদ, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আল আমিন খান, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার লিমন শাহ, শাওন খান, সেন্টু আহমেদ জিহান ও গণমুক্তির জেলা প্রতিনিধি আব্দুল নুর বাবুল প্রমূখ।