
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩) ও তেলিউত্তা গ্রামের আব্দুল জাহিরের ছেলে জসিম মিয়া (২৫)।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে শনিবার দিবাগত রাতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও এলাকার মিরপুরগামী পাকা রাস্তার উপর মাদক বিক্রি হচ্ছে। এ সময় র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় পাটের বস্তাসহ দুই কারবারি অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাটের বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে ওই দুই কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ২২ কেজি গাঁজা। পরে আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।