
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল রোডের রশিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট মিরপুর-শ্রীমঙ্গল রোডে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com