
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের দাসপাড়ায় বাড়ির চলাচলের রাস্তায় গোয়ালঘরের ময়লা-আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতিসাধন এবং বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে একই এলাকার লিলু মিয়া ও হারুন মিয়াসহ তাদের লোকজনের বিরুদ্ধে। এতে অন্তত ৮টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বালিয়ারী গ্রামের বাচ্চু মিয়া গত ২৪ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযোগকারীসহ পাড়া-প্রতিবেশীরা পূর্বপুরুষের আমল থেকে বসতঘরের পূর্ব পাশে প্রায় ৩ হাত প্রশস্ত রাস্তাটি দিয়ে নিয়মিত যাতায়াত করে আসছেন। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ এ রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু বিবাদীগণ দীর্ঘদিন ধরে উক্ত রাস্তায় গোয়ালঘরের বর্জ্য ও ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে এবং চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। এছাড়া রবিবার বিকেলে তারা রাস্তায় বেড়া দিয়ে গর্ত করে যাতায়াতও বন্ধ করে দিয়েছে। অভিযোগকারী আরও জানান, রাস্তাটির পাশে একটি সাবমারসিবল পাম্প রয়েছে। কিন্তু গোয়ালঘরের ময়লা-আবর্জনা পাম্পের পাশে ফেলায় কেউ আর সেখান থেকে পানি ব্যবহার করতে পারছেন না। এতে জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে প্রতিবাদ জানালেও বিবাদীগণ কারো কথায় কর্ণপাত করছেন না। বরং তারা হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।