স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, ওসি মুহাম্মদ সহিদ-উল্লা,্ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধাণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, অধ্যক্ষ সাইফুল হক মির্জা, প্রধান শিক্ষক হাজী শাহীন মিয়া, অধ্যক্ষ মোঃ দিল পিয়ার, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, একাডেমিক সুপারভাইজার রোকশানা পারভীন, শিক্ষার্থী আশরাফুল বারি খাঁন শাকিল প্রমূখ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে ৩ জন গুনি শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।