চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা জামায়াতের সাবেক আমীর, আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পীরেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ১০নং মিরাশী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল মোছাব্বির আর নেই। তিনি সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং রাত ৯টায় পীরেরগাঁও নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কাজী আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলেছুর রহমান, চুনারুঘাট উপজেলা জামায়াত আমীর মাওলানা ইদ্রিছ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাহেব আলী, পৌর জামায়াত সভাপতি মহিবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।